দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সফিউল আযম চৌধুরী লায়ন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে বিরল উপজেলার বিজোড়া ইউপির চেয়ারম্যান পদে আমজাদ হোসেন (নৌকা) ও পলাশবাড়ী ইউপির চেয়ারম্যান পদে খাইরুল ইসলাম খোকন (নৌকা) এবং চিরিরবন্দর উপজেলার আলোকডিহি ইউপির ৪নং ওয়ার্ডে সদস্য পদে উপনির্বাচনে মো. আমিনুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামাণিক বলেন, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে উপজেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ