খাগড়াছড়ির গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেমং মারমা ৮ হাজার ৫৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা চেয়ারম্যান র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা (আনারস প্রতীক) ৫ হাজার ৯১২ ভোট পেয়েছেন।
কংজেরী মারমা (মাইক প্রতীক) ৭ হাজার ৮৪৫ ভোট পেয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইফতেখার উদ্দীন (টিয়া পাখি প্রতীক) ৫ হাজার ১২৩ ভোট পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মিজ ঝর্ণা ত্রিপুরা (ফুটবল প্রতীক) ১০ হাজার ৮১৬ ভোট পেয়ে র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা বেগম (কলম প্রতীক) ৬ হাজার ৬৮০ ভোট পেয়েছেন।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ