কক্সবাজারের টেকনাফে নয়াপাড়া ক্যাম্প থেকে নুর কামাল (২১) নামে এক রোহিঙ্গা তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রতক্ষ্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের শেড নং ৭৪৩ রুম নং ৫ এর বাসিন্ধা মোহাম্মদ তৈয়ুবের ছেলে নুর কামাল (২১) বিষপান করেন। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মোচনী রোহিঙ্গা ক্যাম্পের এনজিও পরিচালিত একটি হাসপাতালে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, উদ্ধার রোহিঙ্গার তরুণের মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ