জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) একরামুল হক চৌধুরী তাওহীদ ২ হাজার ৩১০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তিনি পেয়েছেন ৬ হাজার ৯৭০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী ইব্রাহিম হোসেন পেয়েছেন ৪ হাজার ৬৬০ ভোট। বুধবার (১৫ জুন) দিবাগত রাত ১১ টায় পাঁচবিবি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হয়।
নির্বাচন অফিস সূত্র জানায়, আওলাই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৬৫৫ জন। মোট ভোটকেন্দ্র ৯টি। এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭ জন। সংরক্ষিত সদস্য পদে ১৪ জন নারী এবং সাধারণ সদস্য পদে লড়েছেন ৩২ জন পুরুষ প্রার্থী।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ