ফেনীর স্থানীয় ব্যবসায়ী নেতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে পরামর্শমূলক কর্মশমালা করেছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ)।
বৃহস্পতিবার সকালে ফেনী সার্কিট হাউজে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
পিপিপিএ প্রসঙ্গে উপস্থাপনা করেন পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক আবুল বাশার। এতে তিনি কোনও উদ্যোগে সরকারের সাথে বেসরকারি বিনিয়োগকারী সম্পৃক্তের সুযোগের বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, পিপিপিএ আইন নতুন। ২০১০ সালে প্রথম সংসদে উত্থাপিত হয়, ২০১৫ সালে আইন তৈরি হয় বিনিয়োগকে শক্তিশালী করার জন্য।
ফেনীতে সরকার মালিকানাধীন দোস্ত টেক্সটাইল মিলস সরকার ও বেসরকারি উদ্যোগে উৎপাদনমুখী শিল্পে রূপান্তরের পরিকল্পনা তুলে ধরেন প্রকল্প পরিচালক কাজী ফিরোজ হোসেন।
তিনি বলেন, পিপিপিএ’তে ৩০ বছরের জন্য অংশীদারিত্বের ভিত্তিতে দোস্ত টেক্সটাইলস মিলসের ভূমি উদ্যোক্তাকে ব্যবহারের জন্য দেওয়া হবে।
প্রধান অতিথি বলেন, সরকারের মালিকানাধীন চার টেক্সটাইল মিলস চালুর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পের প্রথম তিন বছর কাঠামোগত উন্নয়নের সময়কালীন সরকার কোনও টাকা গ্রহণ করবে না। ব্যবসা চালু করতে প্রতিষ্ঠান ব্যবস্থাপনায় সরকারের পক্ষ হতে অংশগ্রহণ থাকবে।
উল্লেখ্য, ফেনী দোস্ত টেক্সটাইল মিলস শহরতলীর রাণিরহাটে ২১ দশমিক ৫৫ একর জমি ওপর অবস্থিত। এটি দীর্ঘ বছরধরে বন্ধ থাকায় বর্তমানে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম