ইসলামে মানবতাবোধ আছে বলেই জঙ্গীবাদ সন্ত্রাসবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। ইমাম সাহেবরা হচ্ছেন সমাজের ধর্মীয় নেতা। এখনও তাদের গ্রহণযোগ্যতা সমাজে প্রচুর রয়েছে। দ্বীনি ইসলামের পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে ইমামদের সম্পৃক্ত করাই হচ্ছে আজকের এই ইমাম সম্মেলন।
বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলা পর্যায় ইমাম সম্মেলনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী এসব কথা বলেন।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী জেলা পর্যায় ৩ জন শ্রেষ্ঠ ইমাম সাহেবের নাম ঘোষণা করেন। তারা হলেন বিরল মডেল মসজিদের ইমাম মোঃ আনসারুল ইসলাম, ২য় হাটুয়া জামে মসজিদ কাহারোলের ইমাম মোঃ মাইনুল ইসলাম ও ৩য় নবাবগঞ্জ কুচদহ ছড়ান জামে মসজিদের ইমাম মোঃ জাহাঙ্গীর আলম।
ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমী দিনাজপুরের উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার ও জেলা ইমাম সমিতি দিনাজপুর সভাপতি মোঃ মতিউর রহমান কাসেমী। স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুরের ফিল্ড সুপারভাইজার শাহ আনিছুর রহমান।
বিডি প্রতিদিন/এএ