ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিদ্যুতের তারে জড়িয়ে আলমগীর ভূঁইয়া (৩৭) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সদর ইউনিয়নের কুলিকুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর উপজেলার কুলিকুন্ডা গ্রামের প্রয়াত নিজাম ভূঁইয়ার ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে গরু নিয়ে মাঠে যেতে না পেরে বাঁশের পাতা কাটতে যান আলমগীর। ওই বাঁশ ঝাড়ের ওপর দিয়ে বিদ্যুতের সংযোগ গেছে।
এদিকে বৃষ্টিতে তারের সঙ্গে লেগে বাঁশটি বিদ্যুতায়িত হয়েছিল। তখন বাঁশে কোপ দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাশের একটি ডোবায় পড়ে যান আলমগীর। পরে তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ