দিনাজপুরের বিরলে নির্বাচন পরবর্ত্তী সহিংসতার ঘটনায় বিজোড়া ইউপির পরাজিত চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী এরশাদুজ্জামান মোল্ল্যাসহ (মটরসাইকেল প্রতীক) ২৮ জনকে আসামী করে মামলা করে পুলিশ।
এ ঘটনায় পুলিশের এসআই আজিজার রহমান বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখ করে এবং আরো অনেককে অজ্ঞাত দেখিয়ে গত বৃহস্পতিবার রাতে বিরল থানায় মামলা করে এবং মামলার পরে পুলিশ এজাহার নামীয় ২ আসামিকে গ্রেফতার করে শুক্রবার জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা উপজেলা বিজোড়া ইউপির ভবানীপুর গ্রামের দুলাল হোসেনেরে পুত্র জাহিদ হাসান (২০) ও একই ইউপির ভবানীপুর বেকাহার গ্রামের আলম হোসেনের পুত্র লিমন (২০)। বাকী আসামিদেরও গ্রেফতার করার জন্য পুলিশ চিরুনী অভিযান শুরু করেছে পুলিশ জানায়।
জানা গেছে, গত ১৫ জুন সন্ধ্যার দিকে বিজোড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের ফলাফল নির্বাচন অফিস কর্তৃক মাইকে ঘোষণা করার সময় চেয়ারম্যান পদের স্বতন্ত্র প্রার্থী এরশাদুজ্জামান মোল্লার সমর্থকেরা অতর্কিতভাবে ক্ষুদ্ধ হয়ে বিরল উপজেলা পরিষদ ভবনের বিভিন্ন দপ্তরের জানালার গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্রের উপর ভাংচুর চালায়, সড়কে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে পুলিশ এসে বিক্ষোভকারীদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বিক্ষোভকারীদের হামলায় বিরল থানার এসআই আজিজার রহমান আহত হয়।
এর আগে ১৫ জুন বুধবার রাতের একই সহিংসতার ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আব্দুল কুদ্দুস সরকার বৃহস্পতিবার সকালে বিরল থানায় একটি জিডি করেছেন।
বিডি প্রতিদিন/এএ