বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জয়পুরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের একটি এতিমখানায় জেলা যুবদল এ দোয়া মাহফিলের আয়োজন করে।
এতে অংশ নেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোনজুরে মওলা পলাশ, রেজভী আহমেদ, আনিছুর রহমান, গোলাম রব্বানী, মামুনুর রশীদ জিদ্দা, সদস্য সচিব মোক্তাদুল হক আদনান, সদস্য মহিদুল ইসলাম রাজিব, আতিকুর রহমান সোহাগ, শহিদুল আকরাম সোহেল, অলিউল্লা খান রতন ও জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান প্রমুখ।
দোয়া-মোনাজাত শেষে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করেন জেলা যুবদল নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এমআই