নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রাস্তা পার হওয়ার সময় কাঁচপুর ব্রিজের ঢালুতে বাসের ধাক্কায় দাদি ও শিশু নাতনি নিহত হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানান কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন।
নিহতরা হলেন-নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দা এলকার নূর মোহাম্মদের স্ত্রী শামসুন্নাহার বেগম (৪০) ও তার নাতনি আরিজা ওরফে অরপি আক্তার (৮)।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুর ১২টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান দাদি। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান নাতনি। এ ঘটনায় বাসটিকে জব্দ করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়েছে।
নিহত শামসুন্নাহারের স্বামী নূর মোহাম্মদ জানান, অসুস্থ আরেক নাতনিকে দেখতে নরসিংদী যাচ্ছিলেন তারা। দাদির হাত ধরেই রাস্তা পার হচ্ছিলেন আরিজা। বাসের ধাক্কায় দু’জনেই ছিটকে সড়কের পিচের উপর পড়ে নিহত হয়।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান বলেন, শামসুন্নাহার হাসপাতালে আসার আগেই মারা যান। আর তার নাতনি আরিজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে তিনটার দিকে মারা যান। আইনি কার্যক্রম শেষে পরিবারের লোকজনের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই