বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ময়মনসিংহের তারাকান্দায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে তারাকান্দা উপজেলা মৎসজীবী দল, ময়মনসিংহ উত্তর জেলা শাখার আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়াপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
মৎস্যজীবী দল উত্তর জেলা শাখার আহ্বায়ক হযরত আহম্মেদ সাকিবের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হক রোমানের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আসাদুল হক মন্ডল, ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন রকি প্রমুখ। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন