বাল্যবিয়ের কারণে স্বামীর সাথে বনিবনা না হওয়ায় অভিমানে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে শহিজন (১৭) নামে এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
বুধবার রাতে বাড়ির পাশে একটি আমগাছের ডালে গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে।
ফতেপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাদির আহম্মেদ ভুলু জানান, কিছুদিন আগে শহিজনের বাবা-মাতোকে বাল্যবিয়ে দিয়েছিল। কিন্তু স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে সে পিতার বাড়িতেই ছিল। তবে গ্রামবাসীর ধারণা বাল্যবিয়ের কারণে স্বামীর সাথে বনিবনা না হওয়ার জন্য কিশোরী শহিজন আত্মহত্যা করে থাকতে পারে।
নাচোল থানার ওসি (তদন্ত) আব্দুল ওয়াহাব জানান, শহিজনের ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং এঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন