নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ব্যবসায়ী ও সমাজ সেবক আদমজী নগর কেন্দ্রীয় কবরস্থান কমিটির সভাপতি হুমায়ুন কবির (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি এলাইহি রাজিউন)।
মঙ্গলবার দুপুরে হঠাৎ অসুস্থবোধ করেন তিনি। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ব্যবসায়ী হুমায়ুন কবির কদমতলী উত্তরপাড়া এলাকার সাবেক ছাত্রলীগ নেতা তানজিম কবির সাজুর বাবা। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বাদ আসর সিদ্ধিরগঞ্জের কদমতলী সরকারি এম ডব্লিউ স্কুল মাঠে জানাজা শেষে নিহতের মরদেহ আদমজী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/কালাম