গাজীপুর কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৮ম শ্রেণীর ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ছাত্র কালিয়াকৈরে উপজেলার রতনপুর এলাকার লাকী হোসেনের ছোট ছেলে রাতুল হোসেন (১৪)। সে স্থানীয় রতনপুর হাজি আনোয়ার উদ্দিন স্কুলের ৮ম শ্রেণীর শিক্ষার্থী।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাতুল হোসেন মঙ্গলবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাসায় ফিরছিল। কিন্তু মোটরসাইকেলে অতিরিক্ত গতি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং রাতুলের মাথায় গুরুতর আঘাত পায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে রাতুল মারা যায়।
মৌচাক ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল বাতেন বলেন, রাত ৮ টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
বিডি প্রতিদিন/হিমেল