ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার ৮নং রূপসী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন করা হয়েছে।
মো. মতিউর রহমান উজ্জ্বলকে সভাপতি ও আকিকুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ওই কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দেন ফুলপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি তানজিল আহমেদ ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম মোতালেব দেওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন