বাগেরহাটের চিতলমারী উপজেলায় যৌতুকের দাবিতে গৃহবধু কুলসুম আক্তারকে স্বামী ও শাশুড়ি মিলে জোর করে বিষ খাইয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এঘটনায় কুলসুমের পিতা হাফিজুর রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে হত্যা মামলা দায়েরের পর আদালত বাগেরহাট পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ) তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি বাগেরহাটের চিতলমারী উপজেলার কলিগাতী গ্রামের হাফিজুর রহমানের মেয়ে কুলসুম আক্তাররে সাথে একই উপজেলার নালুয়া গ্রামের আইউব আলী শেখের ছেলে লুৎফর রহমান শেখের সাথে বিয়ে হয়। বিয়ের ৪ মাস না যেতেই স্বামী লুৎফর রহমান শেখ মটর সাইকেল কেনার জন্য দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। গৃহবধু কুলসুম দরিদ্র পিতার কাছ থেকে ১ লাখ টাকা এনে স্বামীকে দেন। আরো ১ লাখ টাকার জন্য লুৎফর তার স্ত্রী কুলসুমের ওপর নির্যাতন শুরু করে।
গত ৩ মার্চ ভোর রাতে মারধর করে একপর্যায় স্বামী, শাশুড়িসহ পরিবারের সদস্যরা হাতপা চেপে ধরে বিষ খাইয়ে কুলসুমকে হত্যা করে।
এঘটনায় কুলসুমের পিতা হাফিজুর রহমান বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লুৎফর রহমান শেখ ও তার মা’সহ ওই পরিবারের ৫ জনকে আসামি করে গত ৫ জুন বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ আদালতে মামলা দায়ের করেন।
বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল ১-এর আদালতে বিচারক জেলা জজ এস এম সাইফুল ইসলাম মামলাটি গ্রহণ করে গতকাল মঙ্গলবার বাগেরহাট পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
বিডি প্রতিদিন/নাজমুল