ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্টে আরমান মিয়া (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পানিশ্বর ইউনিয়নের পানিশ্বর দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে।
নিহত আরমান ওই ইউনিয়নের শাখাইতি গ্রামের হেলাই মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পানিশ্বর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আরমান মিয়া ও অষ্টম শ্রেণির ছাত্রী আাঁখি নূরসহ তাদের সহপাঠীরা পানিশ্বর দক্ষিণ বাজারের একটি দোতলা ভবনে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে তারা ভবনের ছাদে উঠলে আরমান ও আঁখি ছাদে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়। এ সময় আরমান ছিটকে ভবনের ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে আাঁখি গুরুতর আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে আরমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল