ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এলাকার লাল বাজার-বড় বাজার রেল গেইটে ওভারপাস চান এলাকাবাসী। গত ১৩ জুন রেল সচিব বরাবর এ দাবি জানিয়ে একটি আবেদন করেছেন তারা। আবেদনে আখাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতিসহ অর্ধশত মানুষ স্বাক্ষর করেছেন।
পৌরশহরের গুরুত্বপূর্ণ দুটি ব্যবসায়িক এলাকা লাল বাজার ও বড় বাজার। বড় বাজার এলাকায় আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, একটি মসজিদ ও ঈদগাহ মাঠ রয়েছে। আখাউড়া-চট্টগ্রাম রেলপথ এ দুটি বাজারকে আলাদা করেছে। বর্তমানে লাল বাজার এলাকায় একটি রেলক্রসিং রয়েছে। পৌরশহরের দেবগ্রাম, রাধানগর, লাল বাজার, বড় বাজার, শান্তিনগর, বরিশলসহ বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষের দৈনন্দিন কাজে রেলক্রসিং পার হতে হয়। এছাড়া চিকিৎসার জন্য প্রতিদিন শত শত রোগী এই ক্রসিং পার হয়ে সরকারি হাসপাতালে যায়। মসজিদ মাঠে ঈদের নামাজ ও ধর্মীয় অনুষ্ঠান হয়।
এই অঞ্চলে আখাউড়া-লাকসাম ডুয়েল লাইন প্রকল্পের উন্নয়ন কাজ চলছে। লাল বাজার রেলক্রসিংস্থলে নতুন কয়েকটি রেলপথ স্থাপন করা হবে। এ কারণে রেল ক্রসিংটি আরও ব্যস্ত হয়ে যাবে। ফলে এই ক্রসিং দিয়ে সাধারণ মানুষসহ রোগীদের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হবে।
বড় বাজার মসজিদ কমিটির সভাপতি আব্দুল মান্নান বলেন, মসজিদের সামনের মাঠে ঈদের নামাজ এবং ওয়াজ মাহফিল করা হয়। এতে মুসল্লিদের যাতায়াত এবং ধর্মীয় অনুষ্ঠান করতে সমস্যা হয়।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ বোরহান উদ্দিন বলেন, এক কিলোমিটার ঘুরিয়ে রেলক্রসিং করা হলে সরকারের প্রচুর অর্থ ব্যয় হবে। বহু জায়গা অধিগ্রহণ করতে হবে। এতে জনগণের বেশি ক্ষতি হবে। তবে বর্তমান রেলক্রসিংয়ের স্থলে ওভারপাস করা হলে সরকারের অর্থও সাশ্রয় হবে এবং জনগণের কম ক্ষতি হবে।
বিডিপ্রতিদিন/কবিরুল