বরগুনা জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ১৮ জুলাই অনুষ্ঠিত হবে। রবিবার জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জেলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এই তারিখ নির্ধারণ করা হয়।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হুমাউন কবিরকে আহ্বায়ক এবং আব্বাস হোসেন মন্টু, অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ ও সিদ্দিকুর রহমানকে যুগ্ম আহ্বায়ক করে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা কমিটি এবং ৬টি উপজেলা, ৪টি পৌর কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক পদাধিকারবলে সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য থাকবেন। এছাড়াও সম্মেলন সফল করতে ১২টি উপ-কমিটিও গঠন করা হয়েছে। সর্বশেষ ২০১৪ সালের ১৫ নভেম্বর জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।
১৯৮৬ সালে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি সিদ্দিকুর রহমানের মৃত্যুর পর সংসদ সদস্য নিজাম উদ্দীন তালুকদার সভাপতি নির্বাচিত হন। ১৯৯১ সালে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দীন তালুকদার নিহত হলে আ. লতিফ ফরাজি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।১৯৯৩ তে বর্তমান সভাপতি ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভাপতি এবং বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এক টানা ২৯ বছর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন এই দুই নেতা। ১৮ জুলাইয়ের সম্মেলনে দলীয় কর্মীরা দুটি পদে নতুন নেতৃত্ব না পেলেও একটি পদে অন্তত নতুন নেতৃত্বের আশা করছেন।
বিডি প্রতিদিন/এমআই