বরিশালের উজিরপুরে কু-প্রস্তাব প্রত্যাখ্যান করায় ৮ম শ্রেণির ছাত্রীকে মারধরের মামলায় অভিযুক্ত বখাটে ইমন মিয়াকে (২২) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার সকালে ওই উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেন মামলার তদন্ত কর্মকর্তা উজিরপুর মডেল থানার উপ-পরিদর্শক সুদেব হালদার।
তিনি জানান, ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ইমনকে দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আহত স্কুলছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অনেকটা সুস্থ হয়ে উঠেছে। শীঘ্রই বাড়ি ফিরতে পারবে সে।
গত শনিবার বিকেল ৪টায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধামুরা এলাকায় ৮ম শ্রেণির ওই ছাত্রীকে কু-প্রস্তাব দেয় বখাটে ইমন। ছাত্রী প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে বেদম মারধর করে সে। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন