বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মোংলা- মাওয়া মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় নাহিদ ফেরদৌস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে মোল্লাহাট উপজেলার সরকারি পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত নাহিদ খুলনার খালিশপুর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে। ঢাকার একটি জুতার কারখানায় কর্মরত ছিলেন তিনি।
মোল্লাহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক শেখ আবুল হাসান জানান, ঢাকার একটি জুতার কারখানায় কর্মরত ছিলেন নাহিদ। ঈদের ছুটিতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মোল্লাহাট উপজেলার সরকারি পুকুর এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তার বাইকটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ নাহিদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
বিডিপ্রতিদিন/কবিরুল