দিনাজপুরের বোচাগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষে আগুন লেগে অপু রায় নামে এক মোটরসাইকেল চালক দগ্ধ হয়েছেন। এতে ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা পুড়ে গেছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর এলাকার রেলগেট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ মোটরসাইকেল চালক অপু রায় (২৬) সেতাবগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের স্কুল পাড়ার বাহিরুরের ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার দুটি মোটরসাইকেলের মুখোমখি সংঘর্ষে আগুন ধরে যায়। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশাতেও আগুন লেগে যায়। স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত পানি ও বালু দিয়ে আগুন নেভানো হয়। কিছুক্ষণের মধ্যে সেতাবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পানি দিয়ে আগুন নেভান। মোটরসাইকেল দুটি আগুনে পুড়ে গেছে। দাঁড়িয়ে থাকা অটোরিকশার ব্যাটারি বাদে সব কিছু আগুনে পুড়ে যায়। মোটরসাইকেল চালক অপুর শরীরের পেছনের দিকে আগুন লেগে দগ্ধ হয়েছে। স্থানীয়রা তাকে দ্রুত বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
অটোরিকশার মালিক শ্রী উজ্জ্বল চন্দ্র রায় বলেন, আমার অটো রিকশাটি ওয়ার্কশপে কাজ করার জন্য রাস্তার পাশে রাখি। হঠাৎ মোটরসাইকেল দুটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গে আমার গাড়িটিতে আগুন লেগে যায়।
বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আল আমিন গালিব বলেন, রোগীর শরীরের প্রায় ২০ শতাংশ দগ্ধ হয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এরপর দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই