পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ীতে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে দুই শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে পুনাক রাজবাড়ীর উদ্যোগে রাজবাড়ী পুলিশ লাইন্স ড্রিলসেডে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
রাজবাড়ীর পুনাক সভানেত্রী ও পুলিশ সুপারের সহধর্মিণী তামান্নুর মোস্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। ঈদ উপহার সামগ্রীর মধ্যে গরুর মাংস, পোলাউ চাল, সয়বিন তেল, চিনি ও সেমাই রয়েছে।
বিডি প্রতিদিন/এএ