গাজীপুরে সমাজসেবা অধিদফতরের আবাসিক প্রতিষ্ঠানে অবস্থানরত আইনের সংস্পর্শে ও সংঘাতে জড়িত শিশু, এতিম, সুবিধাবঞ্চিত শিশু, দুস্থ অসহায় নারী, প্রতিবন্ধী নারী ও শিশুদের পবিত্র ঈদ-উল-আজহা আনন্দঘন করতে গাজীপুরের জেলা প্রশাসকের উগ্যোগে ৮টি গরু প্রদান করা হয়।
শনিবার দুপুরে গাজীপুর সার্কিট হাউজের সামনে স্ব স্ব প্রতিষ্ঠান প্রধানের কাছে কোরবানী পশু হস্তান্তর করেন জেলা প্রশাসক আনিসুর রহমান এবং জেলা প্রশাসকের সহধর্মিনী ও গাজীপুর লেডিস ক্লাবের সভাপতি নিঝুম বিন্দিয়া। গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এস এম আনোয়ারুল করিম, এনডিসি মাসুদুর রহমানসহ গাজীপুর জেলায় সমাজসেবা পরিচালিত আবাসিক প্রতিষ্ঠানের সহকারী পরিচালক, উপ-সহকারী পরিচালক সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।
বিডি প্রতিদিন/এএ