মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগান থেকে মিটুন রাজ বল্লভ নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মিঠুন ওই চা বাগানের বাদল রাজ বল্লভের ছেলে। সে চা বাগানের শ্রমিক ছিল।
পুলিশ জানায়, তারা খবর পেয়ে শনিবার সকালে চা বাগানের ৫ নম্বর লাইন থেকে মিঠুনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটি বাঁশের মাচায় পড়ে ছিল। লাশের শরীরের একাধিক স্থানে দা দিয়ে কোপানোর আঘাত রয়েছে। পুলিশের ধারণা, এটা পরিকল্পিত হত্যা।
শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতার করে এই হত্যার কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
বিডি প্রতিদিন/এমআই