মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানিয়েছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। তিনি বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে স্বাধীনতা পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৭১ সালে জাতির পিতার ডাকে যেমনভাবে দেশকে স্বাধীনতার ডাকে মুক্তিযাদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, তেমনিভাবে আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার ডাকে নৌকা প্রতীককে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ দুপুরে তাড়াশ উপজেলা অডিটেরিয়নে তাড়াশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কর্তৃক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও তাদের সন্তানদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তাড়াশ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সভাপতি মোঃ আইয়ুবুর রহমান রাজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান, তাড়াশ উপজেলা নিবার্হী অফিসার মোঃ মেজবাউল করিম, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য রফিকুল ইসলাম রনি। প্রধান বক্তা সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মোঃ কিবরিয়া হাসান রিপন, বিশেষ বক্তা জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন। এতে বক্তব্য রাখেন ডাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ, তালম ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল খালেক, মাগুড়াবিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মেহেদী হাসান ম্যাগনেট প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাড়াশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক পিয়াস ও যুগ্ন সাধারণ সম্পাদক ম, ম, জাকির হোসেন জুয়েল। পরে ১৩০ জন মুক্তিযোদ্ধা সন্তানদের হাত ঈদের উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোঃ আব্দুল আজিজ এমপিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথি বৃন্দ।
বিডি প্রতিদিন/এএ