ত্যাগের মহিমা ধারণ করে শরীয়তপুরে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ৫ হাজারের অধিক মুসল্লি এ জামাতে অংশগ্রহণ করেন।
রবিবার সকাল সাড়ে ৭টায় শরীয়তপুর পৌরসভা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর-১ আসনের সংসদ সদ্য ইকবাল হোসেন অপু ও জেলা প্রশাসক মো. পারভেজ হাসান শরীয়তপুরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর ভ্রাতৃত্ব, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই