ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একটি গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় জানা যায়নি।
হাইওয়ে পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই গরু বিক্রির জন্য শরীয়তপুর থেকে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাস জানান, গরুবহনকারী পিকআপভ্যানটি শরীয়তপুর থেকে ঢাকায় যাচ্ছিল। এক্সপ্রেসেওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে একই লেনে থাকা একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা