ঈদ উপহার বিতরণ করলো ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। শনিবার বিকাল সাড়ে ৫টায় তারাকান্দা উত্তর বাজার ঈদগাহ্ প্রাঙ্গণ থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার বিতরণ করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও তারাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম তালুকদার, ইয়াছিন আলী মেম্বার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি শহিদুল ইসলাম মন্ডল, তারাকান্দা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, কলেজ ছাত্রদলের সদস্য সচিব মামুন ফকির, শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ইসলাম উদ্দিন মেম্বার, স্বেচ্ছাসেবক দলের নেতা আমির হোসেন স্বপন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ