গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামারিয়া কেন্দ্রীয় জামে মসজিদের ঈদুল আযহার ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ধর্ম মুসলমানরা সকাল আটটার সময় নিজ নিজ বাড়ি থেকে ঈদগাঁ মাঠের ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজের ইমামতি করেন মাওলানা আনিসুর রহমান।
এ সময় মাওলানা আনিসুর রহমান ঈদের নামাজ শেষে খুতবা পাঠ করেন। শেষে সারা বিশ্বের মুসলমানদের নিয়ে দোয়া করেন। মুসল্লিরা একই অপরের সাথে কোলাকুলি ও কুসল বিনিময় করেন।
বিডি প্রতিদিন/এএ