আর কোনদিন স্কুলে যাওয়া হবে না শিশু সিয়ামের। দ্রুতগতির একটি ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেল তার। বিদ্যালয়ে যাওয়ার পথে বেপারোয়া ইজিবাইকের ধাক্কায় মারাত্মক আহত হলে হাসপাতালে নেবার পথে মারা যায় সে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।
স্থানীয়রা জানান, ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাডাঙ্গা গ্রামের নওয়াব আলী শেখের ছেলে সিয়াম শেখ (৮) রবিবার সকালে বাড়ি হতে বিদ্যালয়ে যাওয়ার পথে তারাইল- গোয়ালন্দ আঞ্চলিক সড়কের বালিয়াহাটি বাজারের নিকটবর্তী স্থানে এলে দ্রুতগতির একটি ইজিবাইকের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায়। স্থানীয়রা সিয়াম শেখকে সদরপুর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করে। সিয়াম স্থানীয় একটি কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। সিয়ামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএম