মেহেরপুরের গাংনীতে গেটের ছাদ ভেঙে সুমাইয়া খাতুন (৭) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার বিকালের দিকে এ ঘটনা ঘটে। শিশু সুমাইয়া খাতুন উপজেলার করমদি গ্রামের পশ্চিম পাড়ার ইসলাম হোসেনের মেয়ে ও করমদি সরকারির প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
গ্রামবাসী জানায়, সুমাইয়া খাতুন তার বাড়ির পাশে নানার বাড়িতে বেড়াতে আসে। নানানার বাড়ির গেটের উপর উঠে ফুল গাছের চারা লাগাচ্ছিলো। এ সময় গেটের ছাদ ভেঙে সুমাইয়া খাতুন ছাদ চাপা পড়ে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া আফরোজ বলেন, হাসপাতালে নেয়ার পূর্বেই মাথায় আঘাতজনিত কারণে সুমাইয়া খাতুনের মৃত্যু হয়েছে।
বিডি প্রতিদিন/এএম