নেত্রকোনায় পুলিশ মিয়া (৭৫) নামে এক বৃদ্ধকে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার নিহতের ছেলে আলম মিয়া বাদী হয়ে আটপাড়া থানায় মামলা দায়ের করেন। নিহত বৃদ্ধ আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নের পালগাঁও গ্রামের বাসিন্দা।
মামলায় প্রতিপক্ষের ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এর আগে, শুক্রবার বৃদ্ধ পুলিশ মিয়ার বসতঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামটিতে হেলিম ও মোজাম্মেল গ্রুপের মধ্যে বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝামেলা চলছিল। এরই জের ধরে আগেও আরও তিনটি খুনের ঘটনা। গত বৃহস্পতিবার তাদের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। পরদিন শুক্রবার সকালে স্বজনরা বৃদ্ধের লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
মামলার বিষয়টি নিশ্চিত করে আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, আসামি গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছি। তবে এই দুই গ্রুপের মধ্যে একপক্ষের তিনজন খুন হয়েছে আগে। আর এখন অপর পক্ষের একজন খুন হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই