রাজবাড়ীতে দ্রুত গতির একটি পিকআপভ্যানের চাপায় সারাফাত হোসেন নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া গ্রামে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সারাফাত ওই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল বাড়ির পাশে খেলা করছিল শিশু সারাফাত। এসময় রাস্তা পার হতে গিয়ে কালুখালী থেকে রাজবাড়ীগামী দ্রুত গতির পিকআপভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল