ফরিদপুরের সালথায় ২০২১ সালের ৫ এপ্রিল বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধংসযজ্ঞের ঘটনায় আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন ইসলামী দলের নেতা-কর্মীসহ ৪৮৮ জনকে আসামি করে পলিশের দেওয়া অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। একই সাথে আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
রবিবার (২৪ জুলাই) দুপুরে ফরিদপুরের ৬ নম্বর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরুণ বাছার এ আদেশ দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের ৬ নম্বর আমলি আদালতে পুলিশের জিআরও শ্যামল মিত্র বলেন, এ মামলায় বেশ কয়েকজন আসামি বর্তমানে গ্রেফতার রয়েছেন। এছাড়া ১৭৯ জন আদালতের নির্দেশে জামিনে আছেন। এর বাইরে যে সব আসামি রয়েছেন তাদের পলাতক দেখানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
পুলিশের জিআরও শ্যামল মিত্র আরও বলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান ওদুদ মাতুব্বরবে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় গ্রেফতার আছেন। তাকে এ মামলায় আগেই শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। আজ রবিবার অভিযোগপত্র আমলে নেওয়ার সময় ওদুদ মাতুব্বর আদালতে উপস্থিত ছিলেন। অভিযোগপত্র আদালতে গৃহিত হওয়ার পর এ মামলায় গ্রেফতার দেখানো ওদুদ মাতুব্বরের জামিনের আবেদন জানানো হলে আদালত তা নাকচ করে দেন।
বিডি প্রতিদিন/হিমেল