জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম শিক্ষা ছাড়া কোন জাতি টিকে থাকতে পারে না উল্লেখ করে বলেন, ‘শিক্ষার আলোয় জাতিকে আলোকিত করতে শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি স্কুল কলেজের অবকাঠামোর উন্নয়নসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের স্কুল-কলেজ থেকেই তথ্য ও প্রযুক্তি জ্ঞানে স্বাবলম্বী করতে দেশের প্রায় ৯০ শতাংশ স্কুল কলেজে আইটি ল্যাব স্থাপন করা হয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা উন্নয়নে প্রতিটি স্কুল কলেজে নতুন নতুন ভবন নির্মাণ করে শিক্ষার পরিবেশকে উন্নত করা হয়েছে। করোনা মহামারী সহ যেকোনো দুর্যোগে বাংলাদেশের শিক্ষা পিছিয়ে নেই। অনলাইনের মাধ্যমেই পড়াশোনা অব্যাহত আছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিভাবক ও শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে অনলাইনে ফর্ম ফিলাপ এবং উপবৃত্তির টাকা অনলাইনেই পাচ্ছে শিক্ষার্থীরা।’
তিনি শিক্ষার্থীরা শুধু পড়াশোনাই মনোযোগ দিবে উল্লেখ করে বলেন, সারা বিশ্বে এখন পড়াশোনার প্রতিযোগিতা শুরু হয়েছে। শিক্ষার উচ্চ শিখরে যেতে হলে পরিশ্রম করতে হবে।
রবিবার প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন, ৩ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নবনির্মিত একাডেমীক ভবন ও ৮৫লাখ টাকা ব্যয়ে দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত একতলা একাডেমিক ভবন উদ্বোধনকালে পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এসব কথা বলেন।
একইদিন রোববার জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে দিনাজপুর জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।
বিডি প্রতিদিন/নাজমুল