নাটোরের ছাতনী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের উপ নির্বাচনে সদস্য প্রার্থী ও তার কর্মী সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে।
ওই হামলায় মোরগ প্রতীকের সদস্য পদপ্রার্থী নূরুল ইসলাম বাবুসহ ৫ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের মধ্যে ৩ জনকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার (২৪ জুলাই) রাত ১১ টাার দিকে সদর উপজেলার ছাতনী ইউনিয়নের ছাতনী দিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্য প্রার্থী নূরুল ইসলাম বাবুর অভিযোগ করে বলেন, ‘রাতে নির্বাচনী প্রচারণা শেষে আমার সমর্থকদের নিয়ে বাসায় যাচ্ছিলাম এ সময় ছাতনী দিয়ার এলাকায় আমাদের আমিনুল ইসলাম বিপ্লব ও তার ছেলেসহ ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত ধাওয়া করে। পরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায় তারা।’
তবে নূরুল ইসলামের অভিযোগের বিষয়ে এখনও আমিনুল ইসলাম বিপ্লবের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) নাসিম আহমেদ জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি । ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আগামী ২৭ জুলাই ছাতনী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে । ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মহসিন আলীর মৃত্যুজনিত কারণে উপ নির্বাচনের আয়োজন করা হয় ।এই নির্বাচনে প্রয়াত মহসিন আলীর ছেলে নূরুল ইসলাম বাবুসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিডি প্রতিদিন/নাজমুল