পূর্ব শত্রুতার জেরে নেত্রকোনার আটপাড়ায় বৃদ্ধ খুনের ঘটনায় র্যাব-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মামলার ৮ আসামি গ্রেফতার করেছে।
আটপাড়া থানার ওসি জাফর ইকবাল জানান, মামলার এজাহার নামীয় দুইজনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ঘটনার মামলায় আরও ৬ জনকে ভৈরব থেকে র্যাব-১৪ এর একটি দল গ্রেফতার করে। আসামিদের থানায় সোপর্দ করলে আজ সোমবার দুপুরের দিকে একসাথে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
এর আগে, গত শুক্রবার নিজ ঘর থেকে বৃদ্ধ পুলিশ মিয়ার গলা কাটা লাশ উদ্ধার হয়। পালগাঁও গ্রামের পুলিশ মিয়া খুনের ঘটনায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩০ জনকে আসামি করা হয়। মামলার বাদী নিহতের ছেলে আলম মিয়া।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ