ফেনীর দাগনভূঞার জায়লস্কর ইউনিয়নে ইলেকট্রিক মিস্ত্রি সজিব আহম্মদ কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে রবিবার মৃত্যুবরণ করেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে ১৭ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সজিব মারা যায়।
সজিব জায়লস্কর ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামের আবদুর রব মেম্বার বাড়ির সোলেমান মিয়ার ছেলে।
এ ব্যাপারে সোলেমানের বাবা ফেনী মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। সজিবের বাবা বলেন, ইলেকট্রিকের কাজের কথা বলে ঈদের আগের দিন সুমন সজিবকে ফোন করে রতনপুর নিয়ে যায়। সেখানে নাস্তা করা অবস্থায় ৬-৭ জন তাকে এলোপাতাড়ি মারধর করে ও ছুরিকাঘাত করে। এসময় সজিবের সাথে থাকা তৌহিদকেও তারা ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়।
এদিকে, আজ সোমবার সকাল ১০টায় নুরুল্লাহপুরে নিজ বাড়ির সামনে সজিবের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও হাসপাতাল থেকে লাশ না আসায় তা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোফাজ্জল হোসেন মামুন জানান, দুপুর ২ টার দিকে সজিবের লাশ নিয়ে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল থেকে রওনা দিয়েছেন। বিকেল সাড়ে ৫টায় জানাজা অনুষ্ঠিত হবে।
এদিকে সজিবের হত্যকারীদের ফাঁসির দাবিতে এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
ফেনী মডেল থানার সেকেন্ড অফিসার ইমরান বলেন, এ ঘটনায় এজাহার নামীয় ২ জনসহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। রিফাত নামের একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ২ নং আসামি সুমন আদালত থেকে জামিন নিয়েছেন।
বিডি প্রতিদিন/ফারজানা