ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সদস্য নুরুল আমীন (৬২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি-----ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার দিবাগত রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নুরুল আমীন দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন।
সোমবার সকাল ১০টায় গাজীপুর সিটি কর্পোরেশনের দিঘীরচালা কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ সাংবাদিক সমিতি, গাজীপুর প্রেস ক্লাব, গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ