সুনামগঞ্জের ফাজিলপুর বালু মহালের তিন ইজারাদার বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
এই টাকা জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় হবে। অনুদান প্রদান করেছেন ব্যবসায়ী জিয়াউল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি সেলিম আহমদ ও ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন।
বিডি প্রতিদিন/এএ