ময়মনসিংহের ফুলপুরে সপ্তাহব্যাপী বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার জাতীয় মৎস্য সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. সিরাজুস সালেহীন, কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান কামু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিহাব উদ্দিন খান, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুল বাসার রাজন, উপজেলা একাডেমিক সুপারভাইজার পরিতোষ সূত্রধর, ক্ষেত্র সহকারী জলি আক্তার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ