শিরোনাম
৮ আগস্ট, ২০২২ ১৬:১৭

চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তদের ফাঁসির দাবি শিক্ষার্থীদের

গাজীপুর প্রতিনিধি

চলন্ত বাসে ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তদের ফাঁসির দাবি শিক্ষার্থীদের

গাজীপুরে চলন্ত বাসে গৃহবধূ ধর্ষণের প্রতিবাদ ও অভিযুক্তদের ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছে শিক্ষার্থীরা। সোমবার সকালে জেলা শহরের মুক্তমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করে বিক্ষোভকারীরা। তাকওয়া পরিবহন বন্ধ এবং গণপরিবহনে নিরাপত্তা বাড়ানোসহ বিভিন্ন দাবি তুলে ধরেন বিক্ষোভকারীরা। 

শিক্ষার্থী নিপা বলেন, ‘সাধারণ মানুষের সুবিধার জন্য এই পরিবহন চালু করা হয়েছিল। কিন্তু এখন এই পরিবহন জনগণের জন্য বিষফোঁড়া। প্রতিনিয়ত এই পরিবহনে দুর্ঘটনা লেগেই থাকে। এই বাসের হেলপাররা বিভিন্ন সময় নারী এবং ছাত্রীদের শ্লীলতাহানি করে থাকে। কেউ তাদের দ্বারা নিরাপদ নয়। এই পরিবহন আমরা বন্ধ চাই’।

শিক্ষার্থী জিহাদ বলেন, ‘তাকওয়া পরিবহনে নারীকে গণধর্ষণ অত্যন্ত নিন্দনীয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনতে হবে’।
 
উল্লেখ্য, শনিবার ভোরে চলন্ত তাকওয়া পরিবহনের বাসে এক নারীকে দলবদ্ধ ধর্ষণ করে চালক-হেলপাররা। পরে পুলিশ এ ঘটনায় তাকওয়া পরিবহনের ৫ স্টাফকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর