কুড়িগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০টায় স্বাধীনতার বিজয়স্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পর্যায়ক্রমে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, কুড়িগ্রাম প্রেসক্লাব ও বিভিন্ন প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। এরপর কলেজ মোড়স্থ শেখ রাসেল অডিটরিয়ামে আলোচনা সভা ও শিশু কিশোরদের চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তিতে পুরস্কারপ্রাপ্তদের পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে, কুড়িগ্রামে বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকীতে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মসজিদ মন্দিরসহ উপাসনালয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহিদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/এমআই