১৬ আগস্ট, ২০২২ ১৯:৪২

দখলে দিনাজপুর মহাসড়কের দশমাইল যাত্রীছাউনি

দিনাজপুর প্রতিনিধি

দখলে দিনাজপুর মহাসড়কের দশমাইল যাত্রীছাউনি

দিনাজপুরের ত্রিমুখী মহাসড়কের ব্যস্ততম মোড় ‘দশমাইল মোড়’। যাত্রীদের সুবিধার্থে এখানে একটি যাত্রীছাউনি করা হয়। এটি দিনাজপুর-ঢাকা এবং দিনাজপুর পঞ্চগড় মহাসড়কের জেলার কাহারোলের একটি ব্যস্ততম মোড়। অথচ যাত্রীছাউনিটি এখন দখলে!

মহাসড়কে যাতায়াতকারী যাত্রীদের বিশ্রামের জন্য প্রায় এক যুগ আগে যাত্রীছাউনিটি নির্মাণ করে জেলা পরিষদ। কিন্তু যাত্রীছাউনিটি দীর্ঘদিন হতে দখলে রয়েছে। 

পঞ্চগড়গামী যাত্রী আকবর আলী তার পরিবার পরিজন নিয়ে দাঁড়িয়ে রয়েছেন বাসের অপেক্ষায়। কিন্তু যাত্রীছাউনিতে জায়গা না থাকায় দাঁড়িয়ে রয়েছেন ছোট শিশুকে কোলে নিয়ে। আকবর আলীর মত অনেক যাত্রী এইভাবে দাঁড়িয়ে থাকেন বাসের অপেক্ষায়। কিন্তু যাত্রীছাউনিতে বসার জায়গা নেই তাদের। 

অচিরেই অবৈধভাবে দখল করে রাখা যাত্রীছাউনিটি উদ্ধার এবং যাত্রীদের যাবতীয় সুযোগ সুবিধার বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান এ সড়কে চলাচলকারী যাত্রীরা। 

সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যন মো. আনোয়ার হোসেন মানিক সাংবাদিকদের বলেন, যাত্রীছাউনিটি প্রশাসনের মাধ্যমে দখল মুক্ত করা হবে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর