শিরোনাম
১৮ আগস্ট, ২০২২ ১৮:৪৯

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

বরগুনা প্রতিনিধি

বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

প্রতীকী ছবি

বরগুনায় বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে হঠাৎ করে আকাশ ঘন মেঘে ঢেকে যায়। শুরু হয় ঠাণ্ডা বাতাস। পৌনে ৩টার দিকে শুরু হয় মুষালধারে বৃষ্টিসহ বজ্রপাত। এসময় তালতলীতে গরু আনতে গিয়ে  আবদুল লতিফ (৫৫) নামের এক কৃষক বজ্রপাতে মারা গেছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে  উপজেলার ছোটবগী ইউনিয়নের উত্তর চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত কৃষক আবদুল লতিফ ওই গ্রামের মৃত অছিমদ্দিন ফকিরের ছেলে।

নিহতের স্বজন রাজু শরীফ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আবদুল লতিফ ফকির তার গরু নিয়ে ঘাস খাওয়ানোর জন্য রাস্তার পাশে বেঁধে রাখেন। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে আকাশ হঠাৎই কালো মেঘে ঢেকে যায়। বৃষ্টির সঙ্গে প্রবল বেগে ঝড় বইতে শুরু করে। সাড়ে ৩টার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে গরুর কাছে তিনি রওনা হন। একপর্যায়ে বিকট শব্দের বজ্রপাত হলে আবদুল লতিফ ঘটনাস্থলেই মারা যান। পরে মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা তার লাশ দাফনের জন্য বাড়িতে নিয়ে গেছেন। তবে গরুর কোন ক্ষতি হয়নি।
বজ্রপাতে তালতলীতে কৃষক আঃ লতিফের মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু।

বিডি প্রতিদিন/এএ 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর