কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের চান্ডলী পাড়া বাজারে পুলিশ অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ খালেকুজ্জামান (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৯ আগস্ট) রাতে সাবরাং ইউনিয়নের চান্ডলী পাড়া বাজারের ইমান হোসেনের চায়ের দোকানের সামনে থেকে খালেকুজ্জামানকে আটক করা হয়। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সাবরাং ইউনিয়নের চান্ডলী পাড়া বাজারের ইমান হোসেন চায়ের দোকানের সামনে রাস্তার উপরে টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামিকে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ