রাজশাহীর পুঠিয়ায় ‘পদ্মা পরিবহন’ নামে যাত্রীবাহী একটি বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় চালক ও সহকারীসহ আহত হয়েছেন আরও ২৫ জন।
স্থানীয় লোকজনের সহায়তায় পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শুক্রবার রাত ২টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের বিড়ালদহ এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। নিহত ব্যক্তির নাম আবদুর রহিম (৪৫)। তিনি পিরোজপুর জেলার রহমান আলী ছেলে।
পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাকারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ফরিদপুর থেকে যাত্রী নিয়ে বাসটি রাজশাহীর দিকে যাচ্ছিল। পথে বিড়ালদহ এলাকায় আসামাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে উল্টে যায়। এ ঘটনায় ২৫ জন যাত্রী আহত হন। তবে আহতদের মধ্যে একজন রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিডি প্রতিদিন/ফারজানা