পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নবনির্বাচিত কমিটি সংগঠন পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। আজ শনিবার দুপুরে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পূর্বের কমিটি নতুন কমিটির কাছে এই দায়িত্ব হস্তান্তর করেন।
গত ১৩ আগস্ট সমঝোতার ভিত্তিতে ১৭ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়। কমিটিতে হান্নান শেখ বিনা প্রতিন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, সহসভাপতি হারুণ অর রশিদ সেলিম ও মেহেদী হাসান খান বাবলা এবং ট্রেজারার পদে খাজিম উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণের এই অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সদস্য, পূর্বের কমিটির সদস্য এবং জেলার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক এবং আপিল বোর্ডের চেয়ারম্যান পঞ্চগড় জেলা দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আমিনুর রহমান, সাবেক সভাপতি শরিফ হোসেন, নবনির্বাচিত সভাপতি হান্নান শেখ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ফারজানা