গাজীপুরের টঙ্গী ৫৬নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও ২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আলী আফজাল খান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত আসনের এমপি বেগম সামসুন্নাহার ভূইয়া। উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, গাজীপুর সিটি’র ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, আওয়ামী লীগ নেতা মো: ওসমান আলী, জয়নাল আবেদীন বিএ, কাউন্সিলর গিয়াস উদ্দিন সরকার, কাউন্সিলর আবুল হোসেন, মহানগর স্বেচ্ছা সেবকলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, বাদল, মিলন ও সেতু প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম